ফেসিয়াল এর উপকারিতা
ফেসিয়াল এর সময় ত্বক কিংবা স্কিনের প্রকারভেদ জানা আবশ্যিক।ফেসিয়াল এর ক্ষেত্রে আমরা ত্বক বা স্কিন কে পাঁচটি ভাগে ভাগ করি-
১) ড্রাই স্কিন (Dry Skin)
২) অয়েলি স্কিন (Oily Skin)
৩) কম্বিনেশন স্কিন (Combination Skin)
৪) নর্মাল স্কিন (Normal Skin)
৫) সেনসিটিভ স্কিন (Sensitive Skin)
আমাদের স্কিন এর ওপর নির্ভর করছে ফেসিয়াল এর সময় আমরা কি ক্রিম ব্যবহার করবো।
কিভাবে বুঝবে তোমার স্কিন কি ধরনের ?
প্রথমে আমাদের দরকার একটি ব্লটিং পেপার এবং একটি আতশ কাঁচের । এরপর ব্লটিং পেপারটিকে আমাদের মুখের E,R,V zone এ ভালভাবে বসিয়ে কিছুক্ষণ চেপে রাখতে হবে। যদি পেপারে তৈলাক্ত ভাব বেশি থাকে তাহলে বুঝতে হবে তোমার স্কিন oily।
অথবা আতশ কাঁচ দিয়ে যদি স্কিনকে সূক্ষ্মভাবে দেখি এবং স্কিনে বা ত্বকের ছিদ্র বড় দেখায় তাহলে বুঝতে হবে তোমার স্কিন oily হওয়ার সম্ভাবনা আছে।
প্রয়োগ-
- নিয়মিত ফেসিয়াল মুখের texture,tone এবং elasticity ঠিক রাখে।
- বয়সের সাথে সাথে মুখের line এবং wrinkle এর পরিমান যাতে কমে তার জন্য ফেসিয়াল খুব গুরুত্বপূর্ণ।
- একজন বিউটি থেরাপিস্ট এর হাতের আঙ্গুল সর্বদা পরিনত ও পরিপক্ক হওয়া উচিৎ। ত্বকের কোষের চাপ ঠিক কতটা দিতে হবে বা আঙ্গুলের ছন্দ কিভাবে হওয়া উচিৎ সবকিছুই নির্ভর করে দক্ষতার ওপর।
ফেসিয়াল ম্যাসাজের গুরুত্ব-
- ফেসিয়াল ম্যাসাজ স্কিনের টিস্যুতে রক্ত সঞ্চালনের হার বাড়িয়ে দেয়।যার ফলস্বরূপ চামড়া বা ত্বক প্রচুর পরিমাণে অক্সিজেন ও পুষ্টি পায়।শুধু তাই নয়,শরীরের দুষিত পদার্থ বের করতে সাহায্য করে।
- ম্যাসাজ করা সময় হাতের তালু থেকে যে তাপ উৎপন্ন হয়,তা দিয়ে sweat এবং sebum gland active হয়। এর ফলে শরীরের দুষিত পদার্থ,স্কিনের উপরিভাগে যে বাড়তি অয়েল থাকে, তা শরীর থেকে বের হতে সাহায্য করে।
- স্কিনের উপরের লেয়ার থেকে dead cell বের করতে সাহায্য করে।যার ফলে স্কিনের নিচের লেয়ার গুলি সতেজ হয় এবং নতুন সেল তৈরি করতে সাহায্য করে।
- স্কিনের উপর যে প্রোডাক্ট বা ক্রিম ব্যবহার করা হয় তা ম্যাসাজের ফলে স্কিন শুষে নেয়, স্কিনকে সুস্থ ও সতেজ রাখে এবং স্কিনের glow বেড়ে যায়।
- স্কিনের স্থিতিস্থাপকতার জন্য যে ইলাস্টিক ফাইবার কাজ করে তারা দৃঢ় ও সতেজ হয়।
- স্কিনের নিচে যে চর্বি থাকে তা অপসারিত হয়।
- Stimulating stoke সাহায্যে মুখের extra fat গোলে যায় এবং মুখের ভাব কমে যায়।
- নার্ভাস ও টেনশন কমায়, নার্ভকে সচল রাখে।
- মুখে মেক আপ বসতে সাহায্য করে।
ফেসিয়াল এর প্রকার-
NORMAL FACIAL SKIN TREATMENT
Normal Skin Facial Pigmentation Treatment
Oily Skin Facial Pimple and Acne Treatment
Dry Skin Facial Anti wrinkle Treatment
Anti-Tan Facial
Skin Glow Facial
Gold Facial
Silver Facial
Platinum Facial
Fruit Facial
Wine Facial
ফেসিয়াল এর স্টেপস গুলো কি কি?
১) Cleaning
2) Scrabbing
3) Cream Massage/ozone/Galvanic/Up-lifting
4) Steam
5) Blackhead remove
6) Cold compress
7) Mask
8) Moisturizer
(more…)