মুখের অবাঞ্ছিত লোম নিয়ে চিন্তিত!নিশ্চিন্ত হন টম্যাটোর সাহায্যেমাত্র ২০ মিনিটে !!!

  • Post author:
  • Post category:Hair

টম্যাটোর রস আমাদের ত্বকের জন্য খুব উপকারী। টম্যাটোর এবং লেবুর রস দিয়ে বানানো স্ক্রাব আমাদের মুখের লোম দূর করতে সাহায্য করে। লেবু এবং টম্যাটোর মিলিয়ে তৈরি করে নিন এক অসাধারণ স্ক্রাব। এর জন্য টম্যাটোর রস আর লেবুর রস সমপরিমাণে মিশিয়ে নিন। প্রয়োজনে তাতে এক চামচ চিনিও মিশিয়ে নিতে পারেন। এবারে পেস্টটি মুখের যে অংশে অবাঞ্চিত লোম আছে সেখানে  মোটা করে লাগিয়ে নিন।এভাবে ২০ মিনিট মুখে রেখে দিন। তারপর  স্ক্রাব টি মুখ থেকে তুলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন এটি ব্যবহার করুন। দেখবেন ম্যাজিকের মতো মুখের অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পাবেন।

Share

ঝলক বিউটি পার্লার / ঝলক একাডেমী

PH NO : 8918945843

বাদামতলা ,অরবিন্দ স্টেডিয়াম এর উল্টো দিকে, বর্ধমান