ম্যাজিকের মত মুখের তেলতেলে ভাব দূর করুন মাত্র ২ মিনিটে

  • Post author:
  • Post category:Skin

উপকরণ : ঈষদুষ্ণ গরমজল , ফেসওয়াশ, লবণ (নুন ), লেবু।

যা যা করবেন: দিনের শুরুতেই মুখ ভালো করে পরিষ্কার করে নিন। রাতে যদি ত্বক(skin) ডিপ ক্লিন করে থাকেন , তাহলে সকালে ত্বক(skin) পরিষ্কার করুন সাধারণ ফেসওয়াশ দিয়ে। মুখে ঈষদুষ্ণ গরম জলের ঝাপটা দিন। তারপর ফেসওয়াশ (face wash)দিয়ে হালকা হাতে ম্যাসাজ করে সাধারণ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। মুখে যেন ফেসওয়াশ (face wash)লেগে না থাকে।এবার ১ মগ ঈষদুষ্ণ গরমজলের সাথে ১ চামচ লবণ (নুন) ও লেবুর রস মিশিয়ে নিন। এই জল দিয়ে মুখে ধুয়ে ফেলুন ভালো করে। চোখ বন্ধ রাখবেন, নাহলে চোখ জ্বলতে পারে। লবণ জল দিয়ে মুখ ধুয়ে মুখ ভালো করে মুছে নিন। যদি চিটচিটে ভাব বেশী মনে হয়, বা অস্বস্তি লাগে, তাহলে মিনিট দশেক পর ঠাণ্ডা জল (water)দিয়ে মুখ ধুয়ে মুছে নিন।
সাধারণ ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে কিছুক্ষনের মধ্যেই মুখের তেলতেলে ভাব আবার ফিরে আসে। কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে সারাদিনের জন্য মুখের তেলতেলে ভাব থেকে মুক্তি পান।

ঝলক বিউটি পার্লার

Mob: 8918945843

বাদামতলা , অরবিন্দ স্টেডিয়াম এর উল্টো দিকে, বর্ধমান